১২টা ১ মিনিটে খুনি মাজেদের ফাঁসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১২টা ১ মিনিটে খুনি মাজেদের ফাঁসি














জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে
১২টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম শনিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, আমরা এরই মধ্যে ফাঁসির সব প্রস্তুতি শেষ করেছি। রাত ১২টা ১ মিনিটে ফাঁসি দেওয়া হবে।

কারা সূত্রে জানা যায়, ফাঁসির মঞ্চে এরই মধ্যে লাইট জ্বালানো হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে ১০ দস্যের দল। সন্ধ্যার পর মহড়াও অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাইজিংবিডিকে বলেন, ‘তাকে ফাঁসিতে ঝোলাতে আইনি কোনো বাধা নেই। সেক্ষেত্রে আজ রাতেও ফাঁসি হতে। অপেক্ষা করুন সময় হলে সব দেখতে পাবেন, ওয়েট।’

জানা গেছে, শনিবার রাতেই আদেশটি কারাগারে আসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এরপরই নিয়ম মেনে রাত ১০টার পর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হবে।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম রাইজিংবিডিকে বলেছিলেন, ফাঁসি কার্যকর রাষ্ট্রের বিষয়। আদেশ এলে যেকোন সময়ই মাজেদের ফাঁসি হবে। কেননা আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’







শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের সদস্যরা দেখা করেন খুনি আব্দুল মাজেদের সঙ্গে। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি।

৬ এপ্রিল (সোমবার) দিবাগত রাতে আবদুল মাজেদকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে বৃহস্পতিবার তার মৃত্যুর পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর ওইদিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এ খুনি। শুক্রবার প্রাণভিক্ষার আবেদনও নাকচ করে দেন রাষ্ট্রপতি।

কোন মন্তব্য নেই