৬০ বছরের ক্যারিয়ারে এই প্রথম বিলবোর্ড চার্টের শীর্ষে বব ডিলান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৬০ বছরের ক্যারিয়ারে এই প্রথম বিলবোর্ড চার্টের শীর্ষে বব ডিলান

















বব ডিলানের গান এখনো মানুষের মুখে মুখে। অথচ ৬০ বছরের দীর্ঘ কারিয়ারে নোবেলজয়ী বব ডিলান প্রথমবারের মতো যায়গা করলেন বিলবোর্ড চার্টের শীর্ষে। ১৭ মিনিট দৈর্ঘ্যের সেই আলোচিত গানটি হলো ‘মার্ডার মোস্ট ফাউল।’

২৬ মার্চ ভোররাতে তার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে ‘মার্ডার মোস্ট ফাউল’ গানটি। এই গান এখন পর্যন্ত অনলাইনে বিক্রি হয়েছে ১০০০০ বার। সব ধারার ডিজিটাল গানের সেলস ক্যাটাগরিতে এই গানটি এখন শীর্ষে আছে।


‘মার্ডার মোস্ট ফাউল’ গানটি ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। এটাই নোবেলজয়ী বব ডিলানের সবচেয়ে দীর্ঘতম গান। এর আগে, ২০১২ সালে তার সর্বশেষ মৌলিক গানের অ্যালবাম ‘টেম্পেস্ট’ বাজারে আসে।



Greetings to my fans and followers with gratitude for all your support and loyalty across the years.
This is an unreleased song we recorded a while back that you might find interesting.
Stay safe, stay observant and may God be with you.
Bob Dylanhttps://bobdylan.lnk.to/MurderMostFoulTA 


14.8K people are talking about this

কোন মন্তব্য নেই