লকডাউন শিথিল করলো অস্ট্রিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লকডাউন শিথিল করলো অস্ট্রিয়া












বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই চলছে লকডাউন। তবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করা হয়েছে অস্ট্রিয়ায়। মঙ্গলবার থেকে দেশটিতে দোকানপাট খুলে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

যদিও অস্ট্রিয়ায় মানুষজনকে এখনো কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অস্ট্রিয়ায়ার বাসিন্দাদের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ধীরে ধীরে দেশটিতে পুরো লকডাউন শিথিল করা হবে বলেও অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতিমধ্যে লকডাউন শিথিল করে ফেলেছে ইউরোপের দেশ স্পেন এবং ডেনমার্ক। করোনাভাইরাসের কারণে জারি করা লকডাউনের ফলে স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা পুনরায় সচল করতেই দেশগুলো এরকম ঝুঁকি নিচ্ছে।





কোন মন্তব্য নেই