স্টোরকিপার করোনায় আক্রান্ত, ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্টোরকিপার করোনায় আক্রান্ত, ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন












শেরপুরের ঝিনাইগাতীতে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোরকিপার (৩৫)। তার বাড়ি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নে।

সোমবার সন্ধ্যায় শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ ওই রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনজনে এবং জেলায় মোট ৬ জন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন জানান, গত ৯ এপ্রিল হাসপাতালের অ্যাম্বুলেন্সচালকের করোনা শনাক্ত হয়।

গত ১১ এপ্রিল তার সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগে পাঠানো হয়। পরীক্ষায় তাদের মধ্যে হাসপাতালের স্টোরকিপারের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ বলেন, যেহেতু উপজেলা হাসপাতালের দুই স্টাফের করোনাভাইরাস পজিটিভ হয়েছে, তাই হাসপাতালটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই স্টোরকিপারের গ্রামের বাড়ি মালিঝিকান্দা ইউনিয়নের ১৫ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে।





কোন মন্তব্য নেই