অবৈধ সীমান্ত পার রোধে পুরস্কার ঘোষণা করল চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবৈধ সীমান্ত পার রোধে পুরস্কার ঘোষণা করল চীন












প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন গোটা বিশ্বে ১৯ লাখ ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজারের বেশি। প্রতি মুহূর্তেই বাড়ছে এই আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এদিকে, অবৈধ সীমান্ত পার রোধে পুরস্কার ঘোষণা করেছে চীন সরকার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অবৈধ প্রবেশ বন্ধ করতে চীনের সরকার ৩ হাজার ইউয়ান ঘোষণা করেছে।

সম্প্রতি রাশিয়া হয়ে চীনে অনেকে এসেছেন। এদের মধ্যে ৭৯ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। গত রবিবার দেশটিতে ১০৮জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।





কোন মন্তব্য নেই