খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আটকা পড়েছেন ১১ নেপালি শিক্ষার্থী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আটকা পড়েছেন ১১ নেপালি শিক্ষার্থী














খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আটকা পড়েছেন ১১ নেপালি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সেশনে ভর্তি হন তারা। করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণার পর নানা জটিলতায় তারা দেশে ফিরতে পারেননি। দীর্ঘদিন আটকা থাকায় শিক্ষার্থীদের কাছে গচ্ছিত টাকাও শেষ হয়ে গেছে।

জানা যায়, তাদের সাতজন ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্স ও চারজন এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী। নগরীর দেয়ানা মোল্লাপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রাবাসে রয়েছেন আটজন এবং নগরীর বয়রায় অস্থায়ী ছাত্রীবাসে রয়েছেন তিনজন।

শিক্ষার্থীরা জানান, ভর্তি হওয়ার অল্প কিছুদিনের মধ্যে কর্তৃপক্ষ সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। অল্প দিনের ব্যবধানেই ক্যাম্পাস ফের চালু হবে ভেবে তারা দেশে ফেরেননি। এর মধ্যে তাদের হাত ফাঁকা হয়ে গেছে। দেশ থেকেও টাকা পাঠাতে পারছেন না তাদের অভিভাবকরা। হোস্টেল বন্ধ থাকায় পাশ্ববর্তী একটি পরিবার থেকে খাবার সংগ্রহ করছিলেন তারা। তবে তারা ওই পরিবারকে আর খাবারের মূল্য পরিশোধ করতে পারছেন না বলে জানান ওই শিক্ষার্থীরা।







বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান খান বলেন, বিদেশি শিক্ষার্থীদের খাবার ও চিকিৎসার সংকট হবে না। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। তাদের হয়তো টাকা শেষ হতে পারে। তবে এই বিপদের সময় তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

কোন মন্তব্য নেই