রংপুর অনির্দিষ্টকালের জন্য লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রংপুর অনির্দিষ্টকালের জন্য লকডাউন














বুধবার রাত ১০টা থেকে রংপুর মহানগরী সহ পুরো জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, রংপুরের আশে পার্শ্বের জেলাগুলোতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে রাত ১০ টার পর থেকে রংপুর মহানগর সহ জেলার বাইরে কাউকে যেতে দেওয়া হবে না এবং বাইরে থেকে কাউকে আসতে দেওয়া হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হোম কোয়ারাইনের সংখ্যা সকল রেকর্ড ভঙ্গ করে ৭ হাজার ৯৫৫ জনে দাঁড়িয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহাম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে এই বিপুল পরিমাণ মানুষ কোয়ারেনটাইনে যুক্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ৭ হাজার ১০৫ জন নীলফামারীতে, রংপুরে ৮৯ জন , পঞ্চগড়ে ৮৩জন, লালমনিরহাটে ২৪০ জন, কুড়িগ্রামে ১৯ জন, ঠাকুরগায়ে ৩৬ জন, দিনাজপুরে ২৬০ জন, এবং গাইবান্ধায় ১২৩জন।

এ ছাড়া আইসোলেশনে আছেন ৩৪ জন। অন্যদিকে কোভিড ১৯ এ সনাক্ত রোগীর সংখ্যা ৩৫ জন।
এদের মধ্যে রংপুরে দুজন, নীলফামারীতে ছয়জন, লালমনিরহাটে দুজন , কুড়িগ্রামে দুজন, ঠাকুরগায়ে তিনজন দিনাজপুরে সাতজন এবং গাইবান্ধায় ১২ জন।

আক্রান্তদের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯জন।

কোন মন্তব্য নেই