মালদ্বীপে ১০০ টন খাবার পাঠালো বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালদ্বীপে ১০০ টন খাবার পাঠালো বাংলাদেশ














করোনাভাইরাসের প্রকোপের মধ্যে মালদ্বীপে অবস্থান করা প্রবাসীদের জন্য চাল, ডাল, সবজিসহ প্রায় ১০০ টন খাবার পাঠিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের যেসব নাগরিক করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে মালদ্বীপে খাদ্য সংকটে রয়েছেন- তাদের এসব খাবার বিতরণ করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ত্রাণ সহায়তার সমন্বয় করছে বলে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিন সকালে মালদ্বীপের উদ্দেশ্যে বানৌজা ‘সমুদ্র অভিযান’ চট্টগ্রাম ছেড়ে গেছে। ৫-৬ দিনের মাথায় জাহাজটি মালদ্বীপ পৌঁছাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালদ্বীপে প্রায় ৬০ থেকে ৭০ হাজার অভিবাসী বাংলাদেশি কর্মী আছেন। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে তারা মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। এই কষ্ট লাঘবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব খাবার পাঠানো হচ্ছে।

কোন মন্তব্য নেই