ব্রিটেনের রানীর জন্মদিনে সশস্ত্র সালাম বাতিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রিটেনের রানীর জন্মদিনে সশস্ত্র সালাম বাতিল

যুক্তরাজ্যে প্রবলভাবে হানা দিয়েছে করোনা ভাইরাস (কোভিট-১৯)। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ। অবশ্য করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে পুরো বিশ্ব।
ব্রিটেনে করোনায় প্রাণ গেছে হাজারো মানুষের। করোনা মহামারিতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার জন্মদিনে সশস্ত্র সালাম জানাতে নিষেধ করেছেন।
আইটিভির এক সাংবাদিকের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯৪তম জন্মদিন আগামী এপ্রিল মঙ্গলবার। তার জন্মদিনে সশস্ত্র সালাম দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন। টুইট বার্তায় ওই প্রতিবেদক জানান, হতে পারে রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম অনুরোধ।
প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ১৫ হাজার মানুষ।

কোন মন্তব্য নেই