নাটোরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই
নাটোরের সিংড়া চলনবিল এলাকায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এসিআই কোম্পানীর এ মেশিন ঘণ্টায় তিন বিঘা ধান কাটতে সক্ষম। রোববার চলনবিলের জলারবাতা- বড়িয়া এলাকায় ধান কাটা ও মাড়াই উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিসার বলেন, সিংড়া উপজেলার ৬টি ইউনিয়নে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এ মেশিন ভাড়ায় ব্যবহৃত হবে।
বিঘা প্রতি ২ হাজার টাকায় ধান কাটা ও মাড়াই কাজ করছে। অন্তত কৃষকদের শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই