‘আসডা’র অর্ডার বাতিল, আবারো বড় ক্ষতির মুখে দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘আসডা’র অর্ডার বাতিল, আবারো বড় ক্ষতির মুখে দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা






সুপারমার্কেট চেইন ‘আসডা’ তাদের জন্য পোশাক তৈরিকারকদের কাছে করা অর্ডার বাতিল করার কথা জানিয়েছে। সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাতিল হওয়া অর্ডারের জন্য আংশিক টাকা দেবে বলে তারা জানিয়েছে।
বিবিসি’কে আসডা জানায়- এখনও যেসব অর্ডারের কাজ শেষ হয়নি, সেগুলোর ৩০% মূল্য দেবে তারা। আর যেসব অর্ডার সম্পন্ন হয়েছে, সেগুলোর জন্য অর্ধেক মূল্য দেবে।
বাংলাদেশ ভিত্তিক পোশাক প্রস্তুতকারীরা এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তারা তাদের মোট খরচের ৬০% তুলনায় ৬০% মূল্য পাবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি

কোন মন্তব্য নেই