মিনিস্টার দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিনিস্টার দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে।

নভেল করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে প্রয়োজন অক্সিজেন যন্ত্র বা ভেন্টিলেটর। মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান (রাজ) এর নেতৃত্বে "আমার পণ্য, আমার দেশ, গড়বো বাংলাদেশ" স্লোগান কে লালন করে মিনিস্টার দেশ ও দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। 

তারই ধারাবাহিকতায় চলমান সংকটময় পরিস্থিতিতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সহযোগিতার জন্য মিনিস্টার দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে। ভেন্টিলেটর তৈরির এই প্রক্রিয়ায় মিনিস্টারকে সহযোগিতা করছে আইসিটি মন্ত্রণালয়, এফবিসিসিআই, বুয়েট এর বায়োমেডিকেল প্রকৌশলীগণ ও কয়েকটি সরকারি -বেসরকারি হাসপাতাল। 

সার্বিক দায়িত্বে কাজ করে যাচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের অভিজ্ঞ প্রকৌশলী এবং ডিজাইন,গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) টিম। এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম মিনিস্টার এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে মিনিস্টার কে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 এ প্রসঙ্গে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় এর অনুমদনের পর মিনিস্টার বৃহৎ পরিসরে এই ভেন্টিলেটর উৎপাদনের কাজ হাতে নিবে। প্রথম প্রোডাকশন লট থেকে দশ শতাংশ ভেন্টিলেটর এফবিসিসিআই ক্রয় করে করোনা ভাইরাস চিকিৎসা সেবাদানকারী হাসপাতালে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং পর্যায়ক্রমে পরবর্তী প্রোডাকশন লট থেকে অন্যান্য হাসপাতালে সরবরাহ করবে"।

কোন মন্তব্য নেই