ফ্রান্সে লকডাউন বাড়ল ১১ মে পর্যন্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফ্রান্সে লকডাউন বাড়ল ১১ মে পর্যন্ত












করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে ফ্রান্সের লকডাউন এর সময় বাড়ানো হয়েছে আগামী ১১ মে পর্যন্ত। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই তথ্য জানান।

ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ১১ মে থেকে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। এ সময় দেশটিতে আগামী জুলাই মাসের আগে কোন ধরণের গণ অনুষ্ঠানের আয়োজন করতে বারণ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৭ মার্চ ফ্রান্সে লকডাউন জারি করা হয়। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ১৪ হাজার ৯৬৭ জন।





কোন মন্তব্য নেই