করোনায় ইসরায়েলের পাশে তুরস্ক, যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনায় ইসরায়েলের পাশে তুরস্ক, যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম












করোনা ভাইরাস সংকট চলাকালীন ইসরায়েলের পাশে দাঁড়াল তুরস্ক। দেশটির এরদোগান সরকার সিদ্ধান্ত নিয়েছে মহামারি মোকাবেলায় ইসরায়েলকে মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ করবে। একে মানবিক কূটনীতি চর্চা বৃদ্ধির অংশ হিসেবে দাবি করেছে তুরস্ক। এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।
তুরস্কই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বর্তমানেও একমাত্র মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে পূর্ন কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে তুরস্ক। তুর্কি নেতাদের নামে ইসরায়েলের সড়কের নামকরণও হয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, দুই দেশের মধ্যে থাকা এই দ্বিপাক্ষিক সম্পর্কে আরো এগিয়ে নিতে হাত বাড়ানোর ইঙ্গিত দিলো তুরস্ক। এর অংশ হিসেবে, ইসরায়েলকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি।





এ মাসের শুরুতে ইসরায়েলি কর্তৃপক্ষ তুরস্কের কাছে প্রয়োজনীয় সরঞ্জামের একটা তালিকা তুলে দেয়। তালিকা অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলে ওই সরঞ্জাম পাঠানো হবে।
এর মধ্যে রয়েছে, মাস্ক, হ্যাজম্যাট স্যুট ও পিপিই। এদিকে আঙ্কারা তাদের পণ্য গাজা ও পশ্চিম তীরে বিক্রি করতে আগ্রহ জানিয়েছে। তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে এটি অনুমোদন করার আহবান জানিয়েছে। আঙ্কারা জানিয়েছে, এটি ইসরায়েলের সঙ্গে লেনদেনের কোনো শর্ত না তবে এটি একটি প্রত্যাশা শুধু।

কোন মন্তব্য নেই