ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে সুদহার ৯ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে সুদহার ৯ শতাংশ














বুধবার (০১ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে ব্যাংক ঋণে এক অঙ্ক সুদহার।ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণে সুদহার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ৯ শতাংশ সুদ বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, ঋণ খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ দণ্ডসুদ আরোপ করতে পারবে ব্যাংকগুলো। তবে আমানতের সুদহার হবে ছয় শতাংশ। ঋণের এক অঙ্কের সুদ কার্যকরে ব্যাংকগুলোকে এরমধ্যে আরো কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রেপো রেট বেসিস ২৫ পয়েন্ট কমিয়ে ৫ দশমিক সাত পাঁচ শতাংশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই