কাওরান বাজারের কলাপট্টি লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাওরান বাজারের কলাপট্টি লকডাউন

কারওয়ান বাজারের কলাপট্টি লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসনাত খন্দকার বলেন, একজন ব্যবসায়ী ও তার দোকান কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য ওই দোকানসহ কারওয়ান বাজারের একাংশ লকডাউন করা হয়েছে।

তিনি জানান, ওই ব্যবসায়ীর বাসা তেজকুনি পাড়ায়। তার বাসাও লকডাউন করে দেওয়া হয়েছে। কেউ যেন এলাকাটিতে চলাচল করতে না পারে সেজন্য বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৫টার পর তেজগাঁও থানা পুলিশ লকডাউন করে। ওই এলাকায় যাতে কেউ যাতায়াত না করে এ বিষয়ে মাইকিং করা হয়েছে।

কোন মন্তব্য নেই