মহামারির এ সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একে অন্যকে সাহায্য করা উচিত : ক্রেমলিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহামারির এ সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একে অন্যকে সাহায্য করা উচিত : ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন, বৈশ্বিক মহামারি যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের একযোগে কাজ করার সুযোগ করে দিয়েছে।
বৃহস্পতিবার ক্রেমলিন থেকে এ কথা বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়াকে ভেন্টিলেটর দেয়ার প্রস্তাব দেয়ার পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন মনে করছেন মহামারির এ সময়টায় একে অন্যকে সাহায্য করা উচিত।

পেসকভ বলেন, সম্প্রতি ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে এ প্রস্তাব দেন যা খুবই ইতিবাচক। রাশিয়া প্রয়োজন হলে ট্রাম্পের সহযোগিতা নেবে বলেও জানান তিনি।

গত সপ্তাহে পুতিন ও ট্রাম্প করোনা ভাইরাস মোকাবেলায় তাদের নিজ নিজ দেশের প্রচেষ্টা নিয়ে টেলিফোনে কথা বলেন।

এদিকে গত মাসে রাশিয়া চিকিৎসা সহায়তা ও সরঞ্জাম নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সামরিক বিমান পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।







এদিকে রাশিয়ায় বৃহস্পতিবার ৩,৪৪৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার এবং মারা গেছে ২৩২ জন। কর্তৃপক্ষ মস্কো ও এর আশেপাশের ক্লিনিকগুলোতে রোগীর চাপ তৈরি হওয়ার বিষয়ে সতর্ক করেছে। সূত্র : বাসস

কোন মন্তব্য নেই