যতটা আশা করেছিলাম ভাইরাসটি তার চেয়েও ভয়ঙ্কর: নিউ ইয়র্ক গভর্নর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যতটা আশা করেছিলাম ভাইরাসটি তার চেয়েও ভয়ঙ্কর: নিউ ইয়র্ক গভর্নর














নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেছেন, আমরা যতটা আশা করেছিলাম ভাইরাসটি তার চেয়েও শক্তিশালী, তার চেয়েও ভয়ঙ্কর। আমরা এখনও পাহাড়ে চড়ছি। মূল যুদ্ধ শুরু হবে পর্বতচূড়ায় পৌঁছানোর পরই।

মঙ্গলবার নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ব্রিফিংয়ে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৫১৮ জন। মারা গেছেন ৩ হাজার ৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১২ হাজার ৭৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৯০ জন।
নিউ ইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৩২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৯ হাজার ২৯৮ জন। এ নিয়ে ওই অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৯৫ জন।

এদিকে, গভর্নরের ভাই ক্রিস কুয়োমোও করোনা আক্রান্ত হয়েছেন। পেশায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনুষ্ঠান উপস্থাপক ক্রিস বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখান থেকেই দৈনন্দিন কাজকর্ম করবেন বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই