প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দিলো মার্কেন্টাইল ব্যাংক
করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের কাছে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ অনুদানের চেক হস্তান্তর করেন।
করোনা মেকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতিষ্ঠানটি এই আর্থিক সহযোগিতা করে।
এদিকে, করোনা পরিস্থিতিতে সরকারকে সহযোগিতার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক।

কোন মন্তব্য নেই