কেবল কাগজ-কলমেই প্রস্তুত ৫০জন ডাক্তার-নার্স, হাসপাতালে দেখা নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেবল কাগজ-কলমেই প্রস্তুত ৫০জন ডাক্তার-নার্স, হাসপাতালে দেখা নেই

করোনা মোকাবিলায় ৫০জন চিকিৎসক-নার্স প্রস্তুতের কথা বলা হলেও তাদের দেখা নেই। অন্যদিকে, করোনার আইসোলেশন ইউনিটের পাশেই থাকছেন রোগীর স্বজনরা। এমনই অব্যবস্থাপনা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

সিভিল সার্জন প্রধানমন্ত্রীর কাছে ৩০ জন ডাক্তার আর ২০ জন নার্স প্রস্তুত বলে জানান বলে জানান চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান। অথচ হাসপাতালগুলোর প্রস্তুতি কেবল কাগজে কলমে। সম্প্রতি চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করোনা পজেটিভ এক রোগী ফেসবুক লাইভে সেখানকার অব্যবস্থাপনা তুলে ধরেন। সমালোচনা করেন, ঝুঁকি সত্বেও রোগীর সেবায় তাদের স্বজনদের হাসপাতালে রাখার।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন,

সর্দি-কাশি বা সাধারণ রোগাক্রান্তদের সেবাও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা।

কোন মন্তব্য নেই