অনলাইনে পরীক্ষা ও ভর্তি চালানোর দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির
করোনাভাইরাসের প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করতে আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম থেকে বিরত থাকতে আহবান জানিয়েছে কমিশন। অন্যদিকে, কমিশনের এ আহবান স্থগিতের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। গত বুধবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর কাছে লেখা চিঠিতে সমিতির চেয়ারম্যান শেখ কবির এ দাবি জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখতে ইউজিসির আহ্বান-সংক্রান্ত সংবাদ গত ৬ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। চলমান দুর্যোগের সময় অনলাইন শিক্ষা কার্যক্রমে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
শেখ কবির বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণার পর শিক্ষার্থীদের বাসায় অবস্থান করে অনলাইনে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকার নির্দেশ দেয়। নির্দেশনা অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি অনলাইনে শিক্ষা সহায়তার জন্য আইটি সহায়ক সেল গঠন করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য উপযোগী।
অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার অধিকাংশ কার্যক্রম অনলাইনে করে। তাছাড়া পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় অনলাইনের উন্নত প্রযুক্তি স্থাপন করেছে। এভাবে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম নেই। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে সেমিস্টার সূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হলে সেশনজট ও শিক্ষা ব্যয় বাড়বে। ভর্তি কার্যক্রম ব্যাহত হলে নতুন বিশ্ববিদ্যালগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এতে বিশ্ববিদ্যালয়ে জনবলের বেতন-ভাতা প্রদান ও চাকরি অনিশ্চিত হয়ে পড়বে।
চিঠিতে ইউজিসির অনলাইনে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখা-সংক্রান্ত আহ্বান আপাতত স্থগিত করে সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানানো হয়।

কোন মন্তব্য নেই