করোনা থেকে রক্ষায় নবজাতকদের মুখে ‘ফেস শিল্ড’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা থেকে রক্ষায় নবজাতকদের মুখে ‘ফেস শিল্ড’












মহামারি করোনাভাইরাসের কবল থেকে নবজাতকদের রক্ষায় অভিনব ব্যবস্থা নিয়েছে থাইল্যান্ডের হাসপাতালগুলো। নবজাতকদের মুখে প্লাস্টিকের ‘মিনি ফেস শিল্ড’ ব্যবহার করছে তারা। ব্যাংককের ‘প্ররাম ৯’ নামক হাসপাতালে প্রসূতি ওয়ার্ডের নার্সদের কোলে মিনি শিল্ড পরিহিত নবজাতকদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।



সামুত প্রাকার্ন প্রদেশের পাওলো হাসপাতাল কর্তৃপক্ষও একই ব্যবস্থা গ্রহণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে লিখেছে, ছোট্ট বন্ধুদের জন্য ফেস শিল্ডসহ আমাদের অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা আছে। সো কিউট!

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী থাইল্যান্ডে শুক্রবার নতুন করে ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে আরও দু’জন। জানুয়ারিতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পর থেকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে। মারা গেছে অন্তত ৩৫ জন।





কোন মন্তব্য নেই