করোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু






করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেলেন জনতা ব্যাংকের লোকাল অফিসের এক কর্মকর্তা। আজ বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছে জনতা ব্যাংক।






খোঁজ নিয়ে জানা গেছে, জনতা ব্যাংকের অ্যাডমিন শাখায় কর্মরত ছিলেন হাসিব। মৃত্যুর সময় এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। হাসিবুর রহামানের গ্রামের বাড়ি মাকিগঞ্জ জেলার বালিয়াটি উপজেলায়। জনতা ব্যাংকে ২০০৯ সালে কর্মজীবন শুরু করেন তিনি।

উল্লেখ, এ পর্যন্ত কোভিড-১৯ পজেটিভ ব্যাংকারের সংখ্যা ৫৬ জন। এদের মধ্যে মারা গেছেন চারজন।
মৃতদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের ১ জন, রূপালী ব্যাংকের ১ জন ও দি সিটি ব্যাংকের ২ জন কর্মকর্তা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত ব্যাংকারের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা। সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া অগ্রণী ব্যাংকের ৩ জন, রূপালী ব্যাংকের ৩ জন, বেসরকারি ইসলামী ব্যাংকের ১০ জন, সাউথইস্ট ব্যাংকের ৩ জন, মার্কেন্টাইল ব্যাংকের ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ জন ও সিটি ব্যাংকের ২ জন কর্মকর্তা রয়েছেন।

কোন মন্তব্য নেই