ঝড়ে বট গাছ উপরে ঘরের ওপর, নারীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঝড়ে বট গাছ উপরে ঘরের ওপর, নারীর মৃত্যু












ঝিনাইদহে ঝড়ে গাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। গতকাল বুধবার রাতে সদর উপজেলার হলিধানী গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানান, রাতে স্বামী বুদোই মন্ডল ও স্ত্রী নাদেরা বেগম ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে ঘরের পাশে শতবর্ষী একটি বটগাছ উপড়ে তাদের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে স্ত্রী নাদেরা বেগম মারা যায়। আটকা পড়ে আহত হয় স্বামী। খবর পেয়ে সকালে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।





কোন মন্তব্য নেই