অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে টার্গেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে টার্গেট












এবার ‘টার্গেট অস্ট্রেলিয়া’ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান তার বিপুল সংখ্যক স্টোর হয়তো বন্ধ করে দিচ্ছে, না হয় তা নতুন করে সাজাচ্ছে। তাদের নেটওয়ার্কে যতগুলো স্টোর আছে এমন অভিযান চালানো হচ্ছে তার প্রায় অর্ধেক অর্থাৎ ৭৫টিতে। করোনা ভাইরাস সংক্রমণের ফলে এমন উদ্যোগ নিতে হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে আরো ১০০০ মানুষের চাকরি অনিশ্চিত হয়ে পড়বে। তারা বেকার হয়ে পড়তে পারেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে রয়েছে টার্গেটের স্টোর। রয়েছে বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে শপিং সেন্টারে তাদের শাখা। ফলে এত বিশাল একটি শপিং স্টোরে এমন উদ্যোগকে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
টার্গেটের মূল কোম্পানি ওয়েসফারমারস বলেছে, কিছু টার্গেট স্টোরকে তাদের অধিক জনপ্রিয় ও সফল আরেকটি ব্রান্ড কেমার্ট চেইনের সঙ্গে যুক্ত করতে পারে।





কোন মন্তব্য নেই