নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না বুশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না বুশ












যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না ইরাক-আফগানিস্তান যুদ্ধের কারিগর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

নিউইয়র্ক টাইমসকে বুশ বলেছেন, মার্কিন জনগণ তার চিন্তাধারা সম্পর্কে অবহিত রয়েছে।

ট্রাম্পকে সমর্থন দেবেন না জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই জেব বুশও। এছাড়া, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনিও ট্রাম্পকে সমর্থন দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ট্রাম্পের সঙ্গে বুশ পরিবারের বৈরি সম্পর্ক থাকায় ২০১৬ সালের নির্বাচনেও ট্রাম্পকে তারা সমর্থন দেননি। সে সময় বুশের বাবা সিনিয়র বুশ সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেছিলেন।







উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট জো বাইডেন।

সূত্র- পার্সটুডে।

কোন মন্তব্য নেই