শুভ জন্মদিন বিয়ার গ্রিলস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শুভ জন্মদিন বিয়ার গ্রিলস






জন্ম: 7 ই জুন, 1974






১৯৭৪ সালের উত্তর আয়ারল্যান্ডের ডোনাঘাটি এলাকায় জন্মগ্রহণ করেন বিয়ার গ্রিলস।শারীরিক ভাবে ৬ ফুট উচ্চতার বিয়ার ১০ মিলিয়ন সম্পদের মালিক।
১.বিয়ার গ্রিলসের আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস।তার বোন ছোটবেলায় তাকে আদর করে বিয়ার বলে ডাকত সেখান থেকেই এই নাম এসেছে।
২.১৯৯৬ সালে জাম্বিয়ায় এক প্যারাসুট দূর্ঘটনার কবলে পড়েন তাতে তার মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙ্গে যায়।
৩.বিয়ার টেলিভিশনে আসেন ডিওডোরেন্ট বিজ্ঞাপনের মাধ্যোমে।বিখ্যাত হ্যাডরস দোকানেরও বিজ্ঞাপন দেন।
৪.ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রনায়লের একটি অনুষ্টানে কাজ করেন,ফ্রাইডে নাইট উইথ জোনাথন রোজ, অপরাহ্ণ উইনফ্রে সহ বেশ কিছু অনুষ্ঠানে যুক্ত ছিলেন।নগরজীবনে টিকে থাকার কৌশল নামে ৫ পর্বের সিরিজ ও প্রকাশ করেন।
৫.২৩ বছর বয়সে ১৯৯৮ সালের ১৬ মে এভারেস্ট জয় করেন (তখনকার সময়ে সর্বকনিষ্ঠ)
৬.বিট্রিশ এয়ার ফোর্সে তিন বছর কাজ করেছেন।
৭.বিয়ারের বই ফেসিং আপ ইংল্যান্ডের বেস্টসেলাররে তালিকায় ১০ এর মধ্যো ছিল।
৮.তার প্রথম টিভি শো চ্যানেল ফোর এ। নাম এসকেপ টু লিজিয়ান।
৯.কারাতে খেলায় সে ব্লাকবেল্ট প্রাপ্ত।






১২.ডিসকভারিতে "ম্যান ভার্সেস ওয়াইল্ডে" অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান।
১৩.রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস অনুষ্টানে ৪৩ জন সেলিব্রেটির সাথে অনুষঠান করেছে।

কোন মন্তব্য নেই