হেফাজতের আমির আল্লামা শফী আইসিইউতে
হেফাজতে ইসলামের আমির এবং চট্টগ্রামের দারুল উলুম হাট হাজারির মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যায় তাকে হাসপাতালে নেয়া হয়।
হেফাজত ইসলামের প্রচার সম্পাদক ও আল্লামা আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা আনাস মাদানী জানান, আল্লামা শফী আগে থেকেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। আর এই কয়েকদিন তিনি মাদ্রাসাতেই ছিলেন। তার অসুস্থতা বাড়লে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই