দেরিতে লকডাউন দেয়ার খেসারত দিচ্ছে যুক্তরাজ্য
করোনার বিস্তার ঠেকাতে লকডাউন দিতে দেরি করায় যুক্তরাজ্যে বেশি প্রাণহানি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
করোনা নিয়ে ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা বলেন, দেশটি আরও আগে লকডাউন জারি করতে ব্যর্থ হওয়ায় অনেক প্রাণহানি ঘটেছে।
অধ্যাপক জন এডমান্ডস বিবিসিকে বলেন, মার্চের তথ্য এবং তার ভাষায় পরিস্থিতি সম্পর্কে সচেতনতা খুবই খারাপ ছিল।
তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নিয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে প্রাণহানির দিক থেকে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে প্রাণহানি ৪০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তও প্রায় তিন লাখ।

কোন মন্তব্য নেই