জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল












করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তার কিছুটা শ্বাসকষ্ট থাকলেও জ্বর নেই। শ্বাসকষ্ট থাকায় এখনও তাকে মাঝে মধ্যে অক্সিজেন নিতে হচ্ছে।

জানতে চাইলে ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু মানবজমিনকে বলেন, ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। সকালে নাস্তা খেয়েছেন। স্যারের শরীরে জ্বর নেই। তবে শ্বাসকষ্ট থাকায় মাঝে মাঝে অক্সিজেন লাগছে। আজ করোনা টেস্ট করার কথা থাকলেও এখনও ডাক্তারা না আসায় করা হয়নি।


জানা গেছে, আগে সপ্তাহে তিনদিন ডা. জাফরুল্লাহ চৌধুরী ডায়ালাইসিস করা লাগতো। তবে এখন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। ২৫শে মে করোনা আক্রান্ত হওয়ার পরে তাকে দু’বার প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। গণস্বাস্থ্য হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ।





কোন মন্তব্য নেই