ইউরোপে শীতে ভয়ংকররূপে ফিরবে করোনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপে শীতে ভয়ংকররূপে ফিরবে করোনা












ইউরোপের দেশগুলোতে শীত মৌসুমে করোনার দ্বিতীয় ধাক্কা নিয়ে আসবে। যা হবে আরও ভয়ংকর। আর এ মহামারির প্রথম ধাক্কার চেয়ে দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ হবে ইউরোপের পরিস্থিতি। শনিবার দ্য টেলিগ্রাফকে একান্ত এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক ইউরোপীয় কর্মকর্তা।

হু’র ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হান্স ক্লুগ দেশে দেশে লকডাউন নিষেধাজ্ঞা তুলে নেয়াকে হুমকি হিসেবে দেখছেন।

তিনি বলেন, এখন নতুন করে প্রস্তুতির সময়, উদযাপনের নয়। শীতকালে অন্যান্য রোগের পাশাপাশি করোনার দ্বিতীয় ধাক্কার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালির মতো দেশে কোভিড-১৯ এর সংখ্যা যেহেতু কমতে শুরু করেছে, এর অর্থ এই নয় যে মহামারিটি শক্তি হারাচ্ছে। ইউরোপীয় প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন পূর্বদিকে মোড় নিয়েছে।







প্রমাণ হিসাবে তিনি ১৯১৮-২০ সালের স্প্যানিশ ফ্লু মহামারীর দিকে ইঙ্গিত করেন। ১৯১৮ সালের মার্চে স্প্যানিশ ফ্লু যখন প্রথম আবির্ভূত হয়েছিল, তখন এটি সাধারণ মৌসুমি অসুস্থতার বৈশিষ্ট্য ছিল। তারপর শরৎকালে এটি আরও মারাত্মক আকারে ফিরে আসে। ফলে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়।

প্রথম বিশ্বযুদ্ধ শেষে সৈন্যবাহিনীর চলাচল এ ভাইরাসের বিস্তারকে ত্বরান্বিত করেছিল বলে মনে করা হয়।

কোন মন্তব্য নেই