নিউইয়র্কে 'পাঠাও' এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম খুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিউইয়র্কে 'পাঠাও' এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম খুন












দেশের অন্যতম প্রধান রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

ফাহিমের আত্মীয় আতাউর বাবুল জানান, ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে লাশ উদ্ধারের পর স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।

জানা যায়, গত বছর প্রায় ২২ লাখ বা ২.২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ম্যানহাটনের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম। তার বাড়ি চট্টগ্রামে। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন তিনি। নাইজেরিয়া আর কলম্বিয়াযতের তার দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি রয়েছে।






কোন মন্তব্য নেই