ইসলামী ব্যাংকের ৪টি নতুন শাখার উদ্বোধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসলামী ব্যাংকের ৪টি নতুন শাখার উদ্বোধন




ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৮, ৩৫৯, ৩৬০ ও ৩৬১তম শাখা হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা, চট্টগ্রামের খুলশী, জয়পুরহাটের কালাই ও ঢাকার আশুলিয়া শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে নতুন এ চারটি শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ব্যাংকের ডিএমডি মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট চারটি শাখাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। কভিড-১৯ মহামারীতে গোটা বিশ্বের অর্থনীতি যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তখন প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াচ্ছে। দেশের এ মজবুত অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামী ব্যাংক। 



কোন মন্তব্য নেই