মার্কেন্টাইল ব্যাংকের নতুন ২০টি আউটলেট চালু
ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে। গতকাল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এএমডি মতিউল হাসান ও স্বাগত বক্তব্য রাখেন ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান। এ সময় ব্যাংকের ডিএমডি, ঊর্ধ্বতন নির্বাহী, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান দর্পন কান্তি রায় এবং নতুন ২০টি আউটলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা আঙুলের ছাপ শনাক্তকরণের মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যাংক হিসাব ও সঞ্চয় প্রকল্প খোলা, অর্থ জমা ও উত্তোলন, স্থানান্তর ও রেমিট্যান্সসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অতিসত্বর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল জমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা গ্রহণ, মার্চেন্ট পেমেন্ট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদানসহ অন্যান্য পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণ গ্রাহকসেবা এবং সন্তুষ্টিকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই