মার্কেন্টাইল ব্যাংকের নতুন ২০টি আউটলেট চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ২০টি আউটলেট চালু


ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে। গতকাল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এএমডি মতিউল হাসান ও স্বাগত বক্তব্য রাখেন ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান। এ সময় ব্যাংকের ডিএমডি, ঊর্ধ্বতন নির্বাহী, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান দর্পন কান্তি রায় এবং নতুন ২০টি আউটলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা আঙুলের ছাপ শনাক্তকরণের মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যাংক হিসাব ও সঞ্চয় প্রকল্প খোলা, অর্থ জমা ও উত্তোলন, স্থানান্তর ও রেমিট্যান্সসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অতিসত্বর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল জমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা গ্রহণ, মার্চেন্ট পেমেন্ট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদানসহ অন্যান্য পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণ গ্রাহকসেবা এবং সন্তুষ্টিকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই