কাওরান বাজারের বিডিবিএল ভবনে আগুন, পরে নিয়ন্ত্রণে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাওরান বাজারের বিডিবিএল ভবনে আগুন, পরে নিয়ন্ত্রণে



 


কাওরান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুনের সূত্রপাত হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তাঁরা। 


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ডিউটি অফিসার মাহফুজ বলেন, সকাল পৌনে ৭টায় ভবনটির ১৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের পেছনে বেশ কিছু ডিশ লাইনের তার রয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে। আগুনে ভবনের বাইরের অংশে লাগানো বেশ কয়েকটি এসির যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 



কোন মন্তব্য নেই