আইকনিক বিদেশি চায় বিসিবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইকনিক বিদেশি চায় বিসিবি


 

টি২০ টুর্নামেন্টে আইকনিক বিদেশি ক্রিকেটার খেলাতে চায় বিসিবি। আন্তর্জাতিক মানের টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটার পাওয়া গেলে প্রতিটি দলে একজন করে নেওয়া হতে পারে। 


বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানান, উঁচু মানের ক্রিকেটার পাওয়া না গেলে বিদেশি ছাড়াই নভেম্বর-ডিসেম্বরে হবে টি২০ টুর্নামেন্ট। 


তিনি বলেন, আমরা চাই সুপারস্টাররা আসুক। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের চেয়ে নিচু মানের বিদেশি খেলোয়াড় এলে আমরা বিবেচনায় নেব না। সত্যি কথা বলতে, আমরা এখনও সে রকম কোনো নাম পাইনি। না পাওয়া গেলে দেশের খেলোয়াড়দের নিয়েই করব টুর্নামেন্ট। ১৫ নভেম্বর থেকে টি২০ টুর্নামেন্ট করার পরিকল্পনা বিসিবির। ৭৫ জন ক্রিকেটারকে পাঁচ দলে ভাগ করে দেওয়া হতে পারে। ক্রিকেটারদের প্রাথমিক একটি তালিকাও করা হয়েছে। স্পন্সর না পেলে টি২০ টুর্নামেন্ট করার জন্য কোটি কোটি টাকা খরচ হবে বিসিবির। বায়োসিকিউর বাবলে রাখতে হবে অন্তত ১২০ জনকে।

কোন মন্তব্য নেই