টিয়া পাখির বুদ্ধিতে বাঁচলো জীবন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিয়া পাখির বুদ্ধিতে বাঁচলো জীবন

 

পোষা টিয়া পাখির বুদ্ধিতে আগুনের হাত থেকে বাঁচলেন এক ব্যক্তি।


অ্যান্টন এনগুয়েন নামের এই ব্যক্তি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা। প্রতিদিনের মতো রাতে ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ পোষা টিয়া তার নাম ধরে ডাকতে থাকে। পরবর্তী সময়ে তিনি ধোঁয়ার গন্ধ পান এবং বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান।


স্থানীয় একটি সংবাদমাধ্যমে অ্যান্টন এনগুয়েন বলেন, ‘একটি বিস্ফোরণ হয়। এরপর আমার পোষা টিয়া এরিকের চিৎকারে ঘুম ভাঙে। দ্রুত এরিককে নিয়ে বাইরে বের হই। পরে বাড়ির পেছনের অংশে ধোঁয়া দেখতে পাই। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে এখন ঠিক আছি।’


এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।


কুইন্সল্যান্ডের দমকল ও জরুরি সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক ক্যাম থমাস জানান, টিয়া পাখি তার মালিককে ‘অ্যান্টন অ্যান্টন’ বলে ডাকাডাকি করে। এই ডাক শুনেই ঘুম থেকে জাগা পান অ্যান্টন এনগুয়েন। পরবর্তী সময়ে বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।

কোন মন্তব্য নেই