হুয়াওয়ের ওএস হারমনি ২.০ অবমুক্ত, চলবে অ্যানড্রয়েড অ্যাপ
হুয়াওয়ের নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) ‘হারমনি ২.০ (বেটা)’ ১৬ ডিসেম্বর অবমুক্ত হয়েছে। গুগলের সঙ্গে হুয়াওয়ের টানাপোড়েনের মধ্যে অনেকের মনেই এতদিন শঙ্কা ছিল, নতুন এই ওস সংস্করণে অ্যানড্রয়েড (গুগলের প্লাটফর্ম) অ্যাপ চলবে কিনা, তা নিয়ে।অবশেষে জানা গেল, নিজস্ব ওএস উপযোগী অ্যাপের পাশাপাশি অ্যানড্রয়েডের অ্যাপও চলবে প্লাটফর্মটিতে।‘অ্যানড্রয়েড’ ওপেন সোর্স ও জনপ্রিয় হওয়ায় চীনা ব্র্যান্ডগুলো সাধারণত এর ওপর ভিত্তি করে নিজস্ব ফিচারসহ ইউজার ইন্টারফেস (ইউআই) তৈরি করে। যেমন–শাউমির এমআইইউই, ওপোর কালার ওএস ইত্যাদি। হুয়াওয়েও ইতোপূর্বে ‘ইএমইউআই’ নামে অ্যানড্রয়েড নির্ভর ইউআই এনেছিল। শেষমেষ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে গুগলের অ্যানড্রয়েডের বিকল্প হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেমে নজর দেয় হুয়াওয়ে।হারমনি ২.০ দেখতে অনেকটাই ইএমইউআই ১১-এর মতো। নতুন সংস্করণের হালনাগাদ হুয়াওয়ের অনেক স্মার্টফোন ইতোমধ্যে পেয়ে গেছে।সূত্র : ইন্টারনেট
কোন মন্তব্য নেই