মোহনপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪, রাজশাহী মেডিকেলে ভর্তি
রাজশাহী|: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে দ্রুতগামী মোটরসাইকেল দুটি বিপরীত দিক থেকে এসে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালকসহ মোট চারজন ছিটকে সড়কে পড়ে গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৌগাছি বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। তারা এলাকায় গতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি জব্দ করেছে। মোহনপুর থানার এক কর্মকর্তা জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই আর এন
কোন মন্তব্য নেই