ডমিনেজের দরপতন তদন্তে বিএসইসির কমিটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডমিনেজের দরপতন তদন্তে বিএসইসির কমিটি



পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের দর পতনের কারণ অনুসন্ধান করতে দুই সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, দু্‌ই সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক সাইফুল ইসলামকে। অন্য সদস্য হলেন সংস্থাটির সহকারী পরিচালক বনি ইয়ামিন। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, কোম্পানিটি তালিকাভুক্তির পর অব্যাহতভাবে দর বেড়েছে। কিন্তু এখন বাজারের লেনদেন ভালো হচ্ছে। তবে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের দরপতন হচ্ছে। এই কারণ অনুসন্ধান করার জন্য কমিশন দুই সদস্য বিশিষ্ট কমিটি করেছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই