প্রথমবার ফোনের দু'প্রান্তে বরিস ও বাইডেন
সবে নতুন চেয়ারে বসেছেন জো বাইডেন। নিজের প্রেসিডেন্টশিপ শুরু করার মুখেই পেয়ে গেলেন বরিস জনসনের ফোন।
বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিসের ফোন পেলেন তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাসূত্রে জানা যাচ্ছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বাইডেনকে বলেন, তাঁর ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়েই আমেরিকা এক ধাপ এগিয়ে গেল।
দুই নেতার এই ফোনালাপ নিয়ে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, জলবায়ু পরিবর্তন নিয়ে প্যারিস চুক্তিতে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসার জন্য বাইডেনকে অভিনন্দন জানান জনসন। ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিকল্পনা নেওয়ায় বাইডেনের প্রশংসাও করেন বরিস। দু'দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা নিয়েও আলোচনা হয়। মানবাধিকার রক্ষা ও গণতন্ত্রের উন্নতির কথাও আলোচনা করেন তাঁরা।
ফোনালাপের পর বরিস টুইটে বলেন, ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পর্কের বন্ধন আরও শক্ত হবে। করোনা-সংক্রমণ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই দুই দেশ একসঙ্গে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

কোন মন্তব্য নেই