স্মিথদের সঙ্গে এক লিফটে জায়গা হত না ভারতীয় ক্রিকেটারদের, বোমা ফাটালেন আশ্বিন
অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টের সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন মহম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরা। ব্রিসবেনে শেষ টেস্ট চলাকালীনও বর্ণবিদ্বেষের শিকার হন সিরাজ। সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি অজি দর্শকরা। এতো ছিল মাঠের 'অপমান'। মাঠের বাইরেও জৈব সুরক্ষা বলয়ের নামে বৈষম্যের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এমনই গুরুতর অভিযোগ এনে বোমা ফাটালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিনের মতে, গোটা সিরিজেই রীতিমতো বৈষম্যের শিকার হয়েছেন তাঁরা। সিডনিতে দুটি দলকে একই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হলেও একই লিফটে কখনও দুই দলের ক্রিকেটারদের চড়তে দেওয়া হয়নি। যে লিফটে স্মিথ-ওয়ার্নাররা উঠতেন, সেটায় চাপতে পারতেন না অশ্বিন-রাহানেরা।
ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, " আমরা যখন সিডনিতে পৌঁছালাম, তখন কোয়ারেন্টিনে রাখা হল। ছিল কড়াকড়ি। একটা বিচিত্র ঘটনা ঘটেছে সিডনিতে। ভারত, অস্ট্রেলিয়া- দুই দলের ক্রিকেটাররা একই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিল। অথচ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন লিফটের মধ্যে থাকত সেই লিফটে ভারতীয়দের কাউকে উঠতে দেওয়া হত না। এসব কি মানা যায়! আমাদের খারাপ লেগেছে।"
শুধু লিফট কাণ্ড কেন! গোটা সিরিজ জুড়ে একাধিক বৈষম্যের বিষয় উঠে এসেছে। ব্রিসবেনের হোটেলে তো শুরুতে ঘর পরিস্কার থেকে বাথরুম পরিস্কার পর্যন্ত করতে হয়েছে। প্রথমে তো সুইমিংপুল, জিম ব্যবহারেও নিষেধাজ্ঞা ছিল। পরে সৌরভ গাঙ্গুলি-জয় শাহদের হস্তক্ষেপে সমস্যা মেটে।

কোন মন্তব্য নেই