চীনের বাজারে এমআই ১১
নতুন ফ্ল্যাগশিপ আনার ঘোষণা দিয়েছে শাওমি। এমআই ১১ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে চীনা টেক জায়ান্টটি।ফোনটি আগামী ১ জানিয়ারিতে থেকে চীনের বাজারে পাওয়া যাবে। বিশ্ব বাজারে কবে আসবে তা এখনও জানা যায়নি।৬১১ ডলারের (বাংলাদেশি মূদ্রায় ৫১ হাজার ৩২৪ টাকা) ফোনটিতে আছে ৮ জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ। ফ্ল্যাগশিপটির কোয়াড এইচডি প্লাস স্ক্রিনটি ৬.৬৭ ইঞ্চির।
রিফ্রেশ রেট ১২০ হার্জ। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৮৮৮।পেছনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির সামনে আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ব্যাটারির শক্তি হবে ৪৬০০ এমএএইচ, যা সাপোর্ট করবে ৫০ ওয়টের চার্জিং প্রযুক্তি। ফাইভজি ফোনটিতে আরও থাকবে ওয়াই-ফাই ৬ সাপোর্ট ও আন্ডারডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।শাওমি এমআই ১১ প্রো আসবে ১২ ফেব্রুয়ারিতে। চীনের নববর্ষ উপলক্ষ্যে ফোনটি বাজারে ছাড়া হবে।
রিফ্রেশ রেট ১২০ হার্জ। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৮৮৮।পেছনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির সামনে আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ব্যাটারির শক্তি হবে ৪৬০০ এমএএইচ, যা সাপোর্ট করবে ৫০ ওয়টের চার্জিং প্রযুক্তি। ফাইভজি ফোনটিতে আরও থাকবে ওয়াই-ফাই ৬ সাপোর্ট ও আন্ডারডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।শাওমি এমআই ১১ প্রো আসবে ১২ ফেব্রুয়ারিতে। চীনের নববর্ষ উপলক্ষ্যে ফোনটি বাজারে ছাড়া হবে।
কোন মন্তব্য নেই