‘বি’ থেকে ’এ’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড
ন্যাশনাল ফিড মিলস লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ২৪ জানুয়ারি (রোববার) থেকে কোম্পানিটি নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
তথ্য মতে, কোম্পানিটি (৩০ জুন, ২০২০) সালের সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
কোন মন্তব্য নেই