শেয়ারবাজারে ২০০ কোটি টাকা বিনিয়োগ না থাকলে বন্ড নয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ারবাজারে ২০০ কোটি টাকা বিনিয়োগ না থাকলে বন্ড নয়

 


বিশেষ তহবিলের আওতায় শেয়ারবাজারে ২০০ কোটি টাকার বিনিয়োগ না থাকলে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে না কোনো ব্যাংক। শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে ও পণ্য বৈচিত্র্য আনতে নতুন কৌশল নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


এ জন্য বিভিন্ন ব্যাংকের বন্ড অনুমোদনের ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে দিয়েছে বিএসইসি। যেসব ব্যাংকের বন্ড অনুমোদন পেয়েছে এবং ভবিষ্যতে পাবে, তাদের এ দুটি শর্ত পালন করতে হবে।


বিএসইসি সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাস থেকে যেসব ব্যাংকের বন্ড অনুমোদন করা হচ্ছে, সেসব বন্ডকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার শর্ত দেওয়া হচ্ছে। পাশাপাশি শেয়ারবাজারে ব্যাংকের ২০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের বাধ্যবাধকতার শর্তও জুড়ে দেওয়া হচ্ছে।


গত বছরের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে ব্যাংকগুলোর প্রতিটিকে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এখন বিএসইসি বলছে, নতুন করে বন্ডের অনুমোদন পেতে হলে শেয়ারবাজারে সংশ্লিষ্ট ব্যাংকের ২০০ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।


গত ডিসেম্বর থেকে যেসব ব্যাংকের বন্ড অনুমোদন দেওয়া হয়েছে সেসব ব্যাংককে এ দুই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিএসইসি বলছে, এখন থেকে যেসব ব্যাংক মূলধন সংগ্রহের জন্য বিএসইসির কাছে আসবে, তাদেরই এ দুই শর্ত পরিপালন করতে হবে।


গত ফেব্রুয়ারিতে পতন ঠেকাতে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয়। কিন্তু ব্যাংকগুলোর জন্য সেটি ছিল ঐচ্ছিক। ফলে বেশির ভাগ ব্যাংক এ সুযোগ কাজে লাগায়নি।

কোন মন্তব্য নেই