ব্যাংক-শেয়ারবাজারে সতর্ক লেনদেন
কাকরাইল-নয়াপল্টন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যদিনের মতোই যান চলাচল স্বাভাবিক ছিল। তবে পরিমাণে খুবই কম। এ ছাড়া এই এলাকার বেশির ভাগ মার্কেট বন্ধ ছিল।
যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দোকানপাট খুলতে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পরপরই টহল দিয়েছে সাঁজোয়া যান। পুলিশ টহলের পাশাপাশি দু-একটি জায়গায় রায়ট কার (পুলিশের সাঁজোয়া যান) নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও রাস্তার পাশে অবস্থান নেন। তারা খণ্ড খণ্ড হরতালবিরোধী মিছিল করেন।
ম?তি?ঝিল সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ লেনদেনের কাউন্টারে গ্রাহক কম। দু-একটি গ্রাহকশূন্যও দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গ্রাহক আসছেন না ব্যাংকে।
হরতাল কার্যক্রম প্রসঙ্গে সোনালী ব্যাংকের প্রধান কার্যাল?য়ের এক কর্মকর্তা জানান, হরতালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক আছে। সব ধরনের সেবা দেয়া হচ্ছে। সকাল থে?কে যথা নিয়মেই ব্যাংকিং লেনদেন চলছে। কো?নো সমস্যা হয় নাই। তবে গ্রাহকের উপস্থিতি একটু কম। আল আরাফা ইসলামী ব্যাংকে আসা সাব্বির হোসেন জানান, আমাদের পাইকারি ব্যবসা। একটি বিল বকেয়া ছিল। এটি আজকের মধ্যে জমা দিতে হবে, তাই ব্যাংকে এসেছি। ভিড় কম, খুব অল্প সময়ে জমা দিতে পারলাম।
বাজার পর্যলোচনায় দেখা গেছে, সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন ৩৮২ কোটি ৫৪ লাখ টাকায় অবস্থান করছে; যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের ২৬শে জুলাই ডিএসইতে ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে ৩৮২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৩৪টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
ফকিরাপুল নাইটিংগেল মোড়ে ট্রাফিক কর্মকর্তা বলেন, হরতালের কোনো প্রভাব রাজধানীতে পড়ে নাই। সকাল থেকে এই এলাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। মানুষ নিরাপদেই গন্তব্যে পৌঁছাচ্ছে। সরজমিন দেখা গেছে, কাকরাইল, নাইটিংগেল মোড় ও বিএনপি’র অফিসের পাশে হোটেল মিডওয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন ঠেকানো যায়। নাইটিংগেল মোড়ে পুলিশ ফোর্স নিয়ে অবস্থান নিয়ে ছিলেন এস আই মো. কামরুল হাসান। তিনি বলেন, এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রস্তুত আছি আমরা।
হেফাজতে ইসলামের হরতালের কারণে মতিঝিলে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কম। যারা হাউজে যেতে চেয়েছিলেন তাদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে দেয়নি বলেও জানিয়েছেন তারা।
বিনিয়োগকারী আতাউল্লাহ নাঈম বলেন, গতকাল লেনদেন অনেক কমে গেছে। হরতালের কারণে অনেক বিনিয়োগকারী নিজ নিজ হাউজে গিয়ে লেনদেন করতে পারেননি। ইন্টারনেট জটিলতায় অনেকে সঠিক সময়ে শেয়ার কিনতে পারেননি বলেও জানান তিনি। এ ছাড়া মতিঝিল এলাকায় অনেক বিনিয়োগকারীকে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে দেয়নি এমন অভিযোগও রয়েছে।
কোন মন্তব্য নেই