তিন খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে
আলোচ্য ৩ খাতের মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্সুরেন্স খাতের শেয়ারে। এখাতের ৪৯টি কোম্পানির মধ্যে আজ লেনদেন হয়েছে ৪৫টির। এরমধ্যে দর বেড়েছে ৪২টির বা ৯৩.৩ শতাংশ কোম্পানির, দর কমেছে ২টির বা ৪.৪৪ শতাংশ কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল ১টির বা ২.২২ শতাংশ কোম্পানির।
ইন্সুরেন্স খাতে আজ দর বেশি বেড়েছে নিটল ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, পূরবী ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, বিএনআইসিএল, অগ্রণী ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স ও মার্কেন্টাইল ইন্সুরেন্সের। কোম্পানিগুলোর দর বেড়েছে ৪ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত। ডিএসইতে দর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় আজ বেশিরভাগই ছিল ইন্সুরেন্স কোম্পানি।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল ব্যাংক খাত। এখাতের ৩১টি কোম্পানির মধ্যে আজ লেনদেন হয়েছে ৩০টির। এরমধ্যে দর বেড়েছে ১৫টির বা ৫০ শতাংশ কোম্পানির, কমেছে ৬টির বা ২০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির বা ৩০ শতাংশ কোম্পানির।
ব্যাংক খাতে আজ বেশি দর বেড়েছে আইসিবি ইসলামী ব্যাংকের। কোম্পানির শেয়ার আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে। কোম্পানিটি আজ ডিএসইর দর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় অর্ন্তভুক্ত ছিল। এছাড়া, ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর দর ও লেনদেন বেড়েছে।
তৃতীয় স্থানে থাকা আর্থিক খাতে আজ লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১টির বা ৫০ শতাংশ কোম্পানির, কমেছে ৫টির বা ২২.৭৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির।
আর্থিক খাতে আজ ঝলক দেখিয়েছে ফাস্ট ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর দর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় ছিল অন্যতম শীর্ষ কোম্পানি।
কোন মন্তব্য নেই