স্টক লভ্যাংশ পাঠিয়েছে কনফিডেন্স সিমেন্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্টক লভ্যাংশ পাঠিয়েছে কনফিডেন্স সিমেন্ট


৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য অনুমোদিত স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৬ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ৫১ পয়সা।


এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কনফিডেন্স সিমেন্টের সম্মিলিত ইপিএস হয়েছে ৮ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ৪ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৪ টাকা ৮৩ পয়সা।


সর্বশেষ রেটিং অনুযায়ী কনফিডেন্স সিমেন্টের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত ও ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কনফিডেন্স সিমেন্ট। ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।


ডিএসইতে কনফিডেন্স সিমেন্টের শেয়ার সর্বশেষ ১০৩ টাকায় হাতবদল হয়েছে। গত এক বছরে এ শেয়ারের দর ৯৭ টাকা থেকে ১৩৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।


১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৯৫ কোটি ৩৩ লাখ টাকা। মোট শেয়ার ৭ কোটি ৪৫ লাখ ৯ হাজার ২৬৯টি। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ২৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক ৭ শতাংশ শেয়ার রয়েছে।

কোন মন্তব্য নেই