লেনদেনে ফিরছে হাইডেলবার্গ সিমেন্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লেনদেনে ফিরছে হাইডেলবার্গ সিমেন্ট


বিশেষ সাধারণ সভা (ইজিএম)-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আজ পুঁজিবাজারে লেনদেনে ফিরছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড একীভূতকরণ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ইজিএম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ। আগামী ২ মে সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোম্পানিটির কারখানা ও রেজিস্টার্ড অফিসে ইজিএম অনুষ্ঠিত হবে।


সম্প্রতি এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার একীভূতকরণের বিষয়ে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। সূত্র অনুযায়ী, একীভূতকরণ স্কিমে অনুমোদন পেতে হাইডেলবার্গ সিমেন্ট, এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারার অধীনে উচ্চ আদালত বরাবর যৌথভাবে আবেদন করে। উচ্চ আদালত সেই আবেদনে সন্তুষ্টি প্রকাশ করে অনুমোদন দেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার সর্বশেষ ১৬৪ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৩৭ টাকা ৩০ পয়সা থেকে ১৮৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

কোন মন্তব্য নেই