পুত্র সন্তানের বাবা হলেন সাকিব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব



 

এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।


নবজাতক এবং সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে তার পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।


এর আগে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১ জানুয়ারি একটি পোস্ট করেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তার এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিলো শিশির সন্তানসম্ভবা। সাকিব তার পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’



কোন মন্তব্য নেই